মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উপজেলা নির্বাচনে নিয়ন্ত্রণ হারিয়েছে ইসি: সুজন

sujon_81824
সুজন দাবি করেছে, নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশেষ করে ভোট কারচুপি ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসি। শুক্রবার একথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনে সহিংসতা কারচুপি বন্ধ করতে না পারলে শান্তি ফিরে আসবে না। তিনি সোমবার ৫ম দফা উপজেলা নির্বাচনে সেনাবাহিনীর কঠোর ভুমিকা রাখার দাবি জানান।চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫৪ জন প্রার্থীর মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে ফৌজদারি মামলা রয়েছে ১২২ জনের নামে। শুক্রবার সকালে রাজধানীর মণিসিংহ সড়কে মুক্তিভবনে ‘পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রতিন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ’  সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য প্রকাশ করেছে।সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে প্রার্থীদের দেয়া হলফনামা অনুসারে প্রতিবেদন উপস্থাপন করেন সুজনের সহকারী সমন্বকারী সানজিদা হক।প্রতিবেদনে জানানো হয়, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীর ১৬১ জন (৪৫.৪৮ শতাংশ) স্নাতক বা স্নাতকোত্তর, ১২১ জনের (৩৪.১৮ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম। ২৯৪ জন (৬৪.৯৭ শতাংশ) চেয়ারম্যান প্রার্থীর পেশা ব্যবসা এবং ৬০ জন প্রার্থী (১৬.৯৫ শতাংশ) কৃষিকাজের সঙ্গে জড়িত।
উৎস- যুগান্তর