শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উদযাপিত হল বাকপ প্রতিষ্ঠা বার্ষিকী ও সভাপতিদ্বয়ের জন্মদিন

14694869_1071184623001556_843945795_n 14694708_1071184629668222_731536868_n 14628047_1071198879666797_212400050_n

উদযাপিত হল বাকপ প্রতিষ্ঠা বার্ষিকী ও সভাপতিদ্বয়ের জন্মদিন আজ বৃহস্পতিবার ( ১৩/১০/২০১৬ইং ) বাংলাদেশ কবি পরিষদ (বা.ক.প.) প্রতিষ্ঠাবার্ষিকী,কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব টিপু রহমান ও স্থায়ী কমিটির সভাপতি জনাব এম মোস্তাকিম বিল্লাহর জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ২য় তলায় ভি আই পি হল রুম এ এক আলোচনা,আবৃত্তি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ হয় । অনুষ্ঠানের শুরুতে উপস্থিত কবিগণ সদ্য প্রয়াত কবি সৈয়দ হকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ও এ অনুষ্ঠানটি তাকে নিবেদন করেন উপস্থিত বাংলাদেশ কবি পরিষদের কর্মকর্তাগন ।তুলে ধরা হয় বাংলাদেশ কবি পরিষদের জীবন বৃত্তান্ত । একি সাথে তুলে ধরা হয় বাকপ স্থায়ী কমিটির সভাপতি এম মোস্তাকিম বিল্লাহ,কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি টিপু রহমান ও কবি মাসুদ আহমেদ এর সাহিত্য কর্ম ও জীবন বৃত্তান্ত । এছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে । একে একে সম্মানিত অতিথিবৃন্দ কবিদের জন্মদিনের শুভেচ্ছা জানান তাদের বক্তব্যের মাঝে,গান,আবৃত্তি স্বরচিত কবিতা পাঠে অনুষ্ঠানটি মুখরিত হয় । বাংলাদেশ কবি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিদের বক্তব্যের মাঝে সাহিত্য ও মানবতায় বাংলাদেশ কবি পরিষদ প্রশংসনীয় দাবিদার বলে উল্লেখ্য করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ । অনুষ্ঠানের আলোচনার মধ্যে উঠে আসে বর্তমান সময়ের দাবী কবি ভবন প্রসঙ্গে । সরকার প্রধানের কাছে কবি,লেখক,সাহিত্যক ও সাহিত্য সংগঠকদের নিজস্ব ভবন বাস্তবায়ন এর জন্য স্বাক্ষর ও মন্তব্য সহকারে গ্রহণ করেন সংগঠনটির কর্মকর্তাগণ । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য,বিশিষ্ট গবেষক ও কবি ড.নূহ-উল-আলম লেলিন । . বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কবি কাজী রোজী ( এম পি ) , এইচ এম সিরাজ । অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্যরিষ্টার এম,আমিরুল ইসলাম । .এছাড়া ও আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়াদ মাজাহার পারভেজ ,এবিএম সোহেল রশীদ,সুবর্ণ কাজী, মাঈনুদ্দিন কাজল,ফাইজুল হক শেখর,,প্রফেসর আনোয়ার হোসেন মিয়া ,আলমগির হোসেন মিল্টন ,মেহেদী হাসান আকাশ, জাহাঙ্গীর আলম ইকবাল, শিরীন সুলতানা, লায়লা নওশিন,গোলাম কবির,কাকলী আফরোজ, সাঈদা নাঈম ,রওশন আরা কবির,সাবরীনা আহমেদ চায়না,শেখ আখতার হোসাইন,আনোয়ারা আখতার লাকী, নাঈম আহমেদ,শিলু জামান , জোছনা হক ,আনোয়ার মজিদ,সামিয়া নাজ,মোশারফ হোসেন,সাবিনা লাকী, শামিমা রেজা ,ইলিয়াছুর রহমান রুশ্নি ,ডেইজি ইসলাম,কবি শায়লা কবির,জাহাঙ্গীর আলম ইকবাল, মোঃ ময়েজউদ্দিন,মাইদুল ইসলাম মুক্তা, হোসেন,,শাহানা ঝরনা,শাহানা রশীদ শানু,, ফাতেমা খাতুন রুনা,মুফিদা আকবর,মালেক মাহমুদ, জাহিদুল ইসলাম রুমি,জাফর পাঠান,নুরুল শিপার খান, মোঃ রেজাল করিম । . আবৃত্তিকার হিসাবে উপস্থিত ছিলেন,বদরুল আহসান খান,,জাকির হোসেন উপকূল, নাহিদা আশরাফি,মেহেদী হাসান আকাশ,আলমগীর ইসলাম শান্ত, ঋতুরাজ ফিরোজ, ইশরাত নাদিয়া,শূণ্য আকাশ রীনা পারভীন , প্রমোখ এছাড়া আরো অন্যন্য অনেক প্রায় ২০০ শতাধিক কবি,লেখক,সাহিত্যিক,ছড়াকার গায়ক,গায়িকা অতিথি অনুষ্ঠানটিতে অংশগ্রহন করেন। .অনুষ্ঠানটি সুস্থ ও সুন্দর ভাবে পরিচালনা করেন কবি ও অভিনেতা সোহেল রশিদ । চমৎকার স্বার্থক-সফল- অর্থবহ একটি অনুষ্ঠান ছিলো এটি। অনুষ্ঠানেরর শেষে অধ্যাপক আবু সাঈদ টিপু রহমানকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। . এছাড়া ও উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় কবি,লেখক ও সাহিত্যিকগণ । অবশেষে সভাপ্রধানের বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যের সাথে সমাপ্ত ঘোষণা করা হয় ।