বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঈদে নগরবাসীর নিরাপত্তায় র‌্যাব পুলিশের নানা পদক্ষেপ

rab_police_logo_506588547_156660
রাত পোহালেই ঈদুল আজহা। ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানী। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব ও পুলিশ। ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, ডগ স্কোয়াডসহ প্রায় আধাডজন পদক্ষেপ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ।যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেসব স্থান ছাড়া গরুর হাটসহ ইতোমধ্যে পুরো রাজধানীর নিরাপত্তার পরিকল্পনা ছক তৈরি করেছেন তারা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীকে নিরাপদ রাখতে সর্বদা ‘সজাগ’ থাকার অঙ্গীকারও করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্থা দু’টি।র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে ৠাবের ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। পাশাপাশি রাজধানীর অন্যান্য মসজিদ ও ঈদগাহগুলোতে র‌্যাবের স্ট্যাটিক পেট্রোল টিম টহল দেবে, থাকবে গোয়েন্দা নজরদারি। এছাড়া নগরবাসীর অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর কথা বলেন তিনি।
ঈদের নিরাপত্তা প্রদানকে ‘বিশাল চ্যালেঞ্জ’ উল্লেখ করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, রাজধানীর ২১টি অস্থায়ী হাট ও ৬৫২টি ঈদের জামাতস্থলে নিরাপত্তা দেবে পুলিশ। ঈদকে কেন্দ্র করে শপিং মল, ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে পুলিশ মোতায়েন থাকবে।