রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইয়েমেন থেকে প্রথম দফায় ঢাকায় ফিরলেন ১১ জন

image_209074.yemen_72865
ইয়েমেন থেকে প্রথম দফায় ঢাকায় ফিরেছেন ১১ জন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে (ফ্লাইট নং-ই কে ৫৮৬) করে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ১১ জনের মধ্যে আটজন নারী ও তিনজন শিশু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়।বিবৃতিতে আরো জানানো হয়, ঢাকা ফেরত ১১ জনকে ইয়েমেন থেকে ভারতীয় জাহাজে করে জিবুতিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক দিন অবস্থানের পর আজ শুক্রবার বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের খরচে জিবুতি থেকে তাঁরা দেশে ফেরেন।
 পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেনে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, এঁদের বেশির ভাগ অর্থাৎ এক হাজারের মতো রয়েছেন এডেনে। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন থাকায় এডেন আপাতত নিরাপদ রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁদের তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশিদের ফেরত আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থারও (আইওএম) সহায়তা চেয়েছে সরকার। ভারতেরও সহায়তা চাওয়া হয়।