শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইজতেমা ময়দানে জুমার নামাজে মুসল্লিদের ঢল

turag_63897
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব ইজতেমা। দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লী ইতোমধ্যে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। মুসল্লীদের আগমন অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার পর্যন্ত ৪জন মুসল্লী ইন্তেকাল করেছেন। জুমার নামাজে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নামে। ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে জুমার নামাজে অংশ নিয়েছেন রাজধানীসহ গাজীপুর ও এর আশপাশের জেলার লোকজন। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়। দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা মাঠে।ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার মূল কাজ শুরু হয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় ৩৩ জেলার মুসল্লিরা যোগ দিচ্ছেন। এর জন্য ময়দানকে ৩৮ খিত্তায় ভাগ করা হয়েছে। ইতোমধ্যে ওই সব জেলার লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে পৌঁছে গেছেন এবং মুসল্লিদের আসা এখনো অব্যাহত রয়েছে।উল্লেখ্য, এর আগে ২৪ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দুই পর্বে ভাগ হয়ে এবারও প্রথম পর্বের তিন দিনের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ২৬ জানুয়ারি। চার দিন বিরতির পর আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।শুক্রবার সকাল থেকে বয়ান হয়েছে ইজতেমা ময়দানে। দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত রোববার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে। আগের ইজতেমায় ১২টার সশয় মোনাজাত করা হলেও এবার এগিয়ে আনা হয়েছে।