বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আমিরাত প্রসাসের নির্বাচন বুধবার হারুনুর রশীদকে বিদায়ী সংবর্ধনা

967966_911217592256363_245482684_n

দুবাই প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)এর পক্ষ থেকে বাংলা এক্সপ্রেস সম্পাদক ও প্রসাসের সম্মেলন কমিটির আহবায়ক হারুনুর রশীদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সোমবার রাতে দুবাইয়ের কেজিএন হোটেলের হল রুমে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। সম্মেলন কমিটি দ্বারা নতুন সংবিধান প্রণয়ন, নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক নানা কর্মকান্ড কথা উঠে আসে আলোচনায়। প্রসাসের সদস্যের উপস্থিতিতে আগামী বুধবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

সাধারণ সম্পদাক আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসাসের সভাপতি শিবলী আল সাদিক। মামুনুর রশীদের কোরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রথমে বক্তারা বিদায় অতিথিকে নিয়ে স্মৃতিচারণ করেন। পরবর্তীতে সাংগঠনিক বিষয়বস্তুর উপর বেশি গুরুত্বারোপ করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে শিবলী আল সাদিক বলেন, ‘হারুন ভাই থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। উনাকে হারানো মানেই কিন্তু শরীরের একটি অঙ্গ হারিয়ে ফেলা। উনি যাওয়ার পর আমরা বুঝতে পারবো উনি আমাদের জন্য কি ছিলেন! ’

নাসিম উদ্দিন আকাশ প্রসাস সম্পর্কে বলেন, ‘এক সময় সংযুক্ত আরব আমিরাতের সংবাদকর্মীরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংবাদ পাঠাতো। এখন প্রযুক্তির উন্নয়নে আমিরাতের সবক’টি বিভাগে সংবাদকর্মী আছেন। এক সময় প্রসাসের দুইটা গ্রুপ হয়ে যাওয়াতে আমরা বেশ বেগ পেতে হয়েছে। অথচ এখন সবাই একতায় আছি এ আমাদের গর্বের বিষয়। ’

প্রসাসের আহ্বায়ক কমিটির সচিব মশিউর রহমান তার বক্তব্যে বলেন, ‘পরবাস মানে পরের দেশে বাস। পরের দেশেও আমরা নিজের দেশের মতো করে সুন্দর ভাবে বসবাসের চেষ্টা করবো।’

বিদায়ী অতিথি হারুনুর রশীদ বলেন, ‘প্রসাসের প্রতিষ্ঠাতা নুরুল আবসার তৈয়বীকে আমি স্মরণ করছি। তিনি আজ থাকলে দেখতেন তার গড়া গাছ আজ ফল দিচ্ছি। আপনারা কাছে অনুরোধ থাকবে, আপনারা গ্রুপিং এড়িয়ে চলবেন। সবাই সমমনা হয়ে প্রসাস কে ধরে রাখবেন। আমাকে এমন সম্মান দেখানোর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। ’

এছাড়াও বক্তব্য রাখেন প্রসাসের সিনিয়র সহ সভাপতি এবং সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম তালুকদার, সহ সভাপতি ফারুক চৌধুরী,সহ সভাপতি মাহবুব হাসান হৃদয়, সহ সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি কামরুল হাসান জনি, দেশের খবর এ সহযোগী সম্পাদক এনাম পাশা, বাংলানিউজ প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এনটিভি ক্যামেরাম্যান(দুবাই) গিয়াস উদ্দিন, বাংলাভিশন ক্যামেরাম্যান(দুবাই) আশিক, বাংলাভিশন ক্যামেরাম্যান (আবুধাবী) সঞ্জিত, দেশের খবর প্রতিনিধি মাহমুদুল হক, বাংলা এক্সপ্রেস পাঠক ফোরাম সভাপতি এম এ হক, মুকুল প্রতিনিধি খলিলুর রহমান।

আলোচনা শেষে মাওলানা গোলাম কিবরিয়া মোনাজাতের মাধ্যমের সবার জন্য দোয়া কামনা করেন। পরে প্রসাসের সদস্যার সংবর্ধিত অতিথির সাথে ক্রেষ্ট তুলে দেন।