বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আমার আশা ও স্বপ্ন আমি একদিন সঙ্গীত শিল্পী হবো- নুরুল ইসলাম

DSC_05341-280x160
আকাশ ইকবাল:

পৃথিবীর প্রতিটি মানুষের জীবন গড়ার একটা লক্ষ থাকে। কেউ হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক। কিন্তু এই মানুষটির স্বপ্ন সবার থেকে আলাদা। নুুরুল ইসলাম স্বপ্ন ছাত্র জীবন থেকে দেখতেন তিনি একদিন দেশের নাম করা সঙ্গীত শিল্পী হবেন। নরুল ইসলাম ১৯৭৯ সালে ফরিদপুর জেলায় সদয়পুর থানায় জন্ম গ্রহণ করেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। নুরুল ইসলাম ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম.এ পাস করে বর্তমানে সানী গ্রুপ নামের একটি কোম্পানীতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সেই স্বপ্ন আর সেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছেন সঙ্গীত নিয়ে। শত ব্যস্ততা ও কর্মের ভেতরেও তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য অসম্ভব চেষ্টা করে যাচ্ছেন। উত্তর চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত শিক্ষক লক্ষণ সেনের কাছে তিনি সঙ্গীতের উপর তালিম নিচ্ছেন সপ্তাহে তিন দিন। নুরুল ইসলাম ইতি মধ্যে মীরসরাই উপজেলায় খুব পরিচিত একটি নাম। যে কোনো অনুষ্ঠানও সঙ্গীতের আয়োজন হলেই নুরুল ইসলাম কে ডাক দেওয়া হয়। আর নুরুল ইসলামও শত কাজ ও ব্যস্ততাকে হার মানিয়ে তার সঙ্গীত নিয়ে মানুষকে আনন্দ প্রদান করার জন্য সেখানে ছুটে যান। গত ১মার্চ থেকে শুরু হয়েছে মীরসরাইয়ে ২০ দিন ব্যাপী স্বাধীনতা মেলা। দৈনিক যুগান্তর পত্রিকা ও উত্তর চট্টগ্রামের সব চেয়ে জনপ্রিয় পত্রিকা পাক্ষিক খবরিকার পাঠক সংগঠন “স্বজন সমাবেশ”র উদ্দ্যোগে আয়োজিত সঙ্গীতা অনুষ্ঠানে গান গেয়ে সব চেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। ইতি মধ্যে নুরুল ইসলাম ভিটিভি ও বাংলাদেশ বেতারে গান গেয়েছেন। এছাড়াও গান গেয়ে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে শহর ও গ্রামগঞ্জে। নুরুল ইসলাম বলেন, গান আমার প্রাণ, গানকে আমি আমার থেকেও বেশী ভালোবাসি। ছোট বেলা থেকে আমার স্বপ্ন ও আশা আমি একদিন সঙ্গীত শিল্পী হব। সেই স্বপ্ন ও আশাকে বাস্তবায়িত করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। দর্শক যদি আমার গান শুনে আনন্দিত হয় তাহলে দর্শকদের দোয়ায় আমি একদিন সঙ্গীত শিল্পী হয়ে উঠবো।