শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আজ থেকে গাড়িতে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযান

glass_97241

আজ থেকে যানবাহনের কালো, অস্বচ্ছ ও রঙ্গিন গ্লাসের বিরুদ্ধে অভিযানে নামবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে কালো, অস্বচ্ছ ও রঙ্গিন গ্লাস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ রোববার থেকে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযানে নামবে। রাস্তায় কালো গ্লাসের মাইক্রোবাস দেখামাত্রই ট্রাফিক পুলিশ সেগুলো আটক করবে এবং নির্দেশনা না মানার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা গ্রহণ করবে।এ ব্যাপারে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গাড়ির মালিকদের প্রতি দ্রুত গাড়ির কালো গ্লাস পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। যারা এখনো কালো গ্লাসের গাড়ি সাদা করেনি তাদের শনিবারের মধ্যেই সাদা করতে হবে। অন্যথায় তাদের রাস্তায় নামলে জরিমানা গুণতে হবে।সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় গত ৩০ এপ্রিল মাইক্রোবাসসহ হালকা যানে কালো গ্লাস নিষিদ্ধ করে গাড়িগুলোকে সাদা গ্লাস করার পরামর্শ দেয়।