রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আগরের ধোঁয়া : সিত্তুল মুনা সিদ্দিকা

চির সবুজের আঁচল টেনে চলে প্রতিক্ষণ।
চেনা পরিধির অচেনা রূপে উচাটন এ মন।
কুন্ডলী পাকিয়ে উড়ে যায় আগরের ধোঁয়া,
পৃথিবীর পৃষ্ঠ জুড়ে লেগেছে গ্রহণের ছোঁয়া।
আনমনে বাতাস বয়ে চলে আগেরই মতো,
বিদেহী আত্মার মিছিলে যোগ হবে কতো!
পূর্ণ বলয় গ্রাসে দেখছি আত্মার সূর্যগ্রহণ..!
এবার তোমার ন্যায় বিচারে করো দুষ্ট হনন !
রুষ্ঠ বিধাতাই রুখে দেবে এমন মরণ খেলা,
এমনই আশায় কাটে আমার যাপিত বেলা।