রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বিসিবির

icc-bcb_242855

 

বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের পর দিন ২০ মাচেই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।এ বিষয়ে বিসিবির সিইও বলেন, ম্যাচের এক দিন পর (২০ মার্চ) বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে।তাহলে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি কেন? এ প্রশ্নের জবাবে সুজন বলেছেন, আমরা এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য আইসিসিকে সময় দিয়েছি। আশা করছি, আইসিসির পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে। এরপরই মিডিয়াকে জানানোর পরিকল্পনা ছিল আমাদের। আপাতত এর বাইরে অন্য কোনো তথ্য আমার কাছে নেই। আইসিসির পরবর্তী সভা শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড এবং পাকিস্তানী আম্পায়ার আলিম দারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। যা নিয়ে পরবর্তী বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে ওই ম্যাচের দুই আম্পায়ারের শাস্তি চেয়ে আইসিসির কাছে আপিল করার জন্য বিসিবিকে আইনী নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার ডাকযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, ক্রিকেট টিমের ম্যানেজার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠিয়েছেন ইউনূস আলী আকন্দ নামে এই আইনজীবী।নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আম্পায়ারদের শাস্তি চেয়ে আইসিসির কাছে নোটিশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা না হলে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশের উচ্চ আদালতে রিট করার কথাও জানিয়েছেন তিনি।