শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অল্পের জন্য রক্ষা পেল কর্ণফুলী-১ এর ৪ হাজার যাত্রী

jug-2_128212

মেঘনা নদীতে দৌলতখানগামী এমভি কর্নফুলী-১ নামের একটি লঞ্চের তলা ফেটে ডুবো ডুবো অবস্থার সৃষ্টি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই লঞ্চের প্রায় ৪ হাজার যাত্রী। লঞ্চটি রোববার সকালে ঢাকার সদরঘাট থেকে ভোলার দৌলতখানের উদ্দেশ্যে ছেড়ে আসে। মেঘনা নদীর কালীগঞ্জের কাছাকাছি তলা ফেটে পানি প্রবেশ করতে থাকে। খবর পেয়ে স্থানীয় শতাধিক মাছ ধরা ট্রলার লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে আনায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। পরে লঞ্চটিকে কালীগঞ্জ পন্টুনে নিয়ে আসা হয়। বাকী যাত্রীদের ওই ঘাটে নামিয়ে দেয়া হয়। লঞ্চের যাত্রী আব্দুর রহিমস জানান, আতংকে এবং তাড়াতাড়ি করে নামতে গিয়ে বহু যাত্রী আহত ও অসুস্থ্য হয়ে পড়েন । লঞ্চটি সদরঘাটেই অন্যান্য লঞ্চে ধাক্কা খেয়ে সামনের ও পেছনের দিকে অয়ারিং ( ঝালাই) খুলে যায়, ফাটল দেখা দেয়। এর পর থেকে আস্তে আস্তে পানি ঢুকতে থাকে। তবে ভোলা ও মেহদীগঞ্জের সীমনার মেঘনা নদী পাড় হওয়ার সময় তলা ফেটে পানি বেশি আকারে প্রবেশ করতে থাকে। যাত্রীরাই মেহেন্দী থানার ওসিকে বিষয়টি জানান। মেহন্দীহগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, যাত্রীদের কোন ক্ষতি হয় নি। তবে ওই লঞ্চে ধারন ক্ষমতার কয়েকগুন বেশি প্রায় ৪ হাজার যাত্রী তোলা হয় । পরে ওই যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়। ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান জানান, লঞ্চটি ভোলার ইলিশায় ভেড়ার আগে কালিগঞ্জের কাছাকাছি মেঘনা নদীতে তলা ফেটে যায়। তবে যাত্রীদের কোন প্রানহানী ঘাটেনি।