সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি : এইচ টি ইমাম

image_171111.htimam1

 

অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার ব্যাপারে এখনো পর্য্ন্ত কোনো সিদ্ধান্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, দেশে অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার  মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে এ কথা বলেন তিনি। এতে প্যানেল আলোচক হিসেবে আরো ছিলেন বি্এনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান ও সাবেক রাষ্ট্রদূত নাসিমা ফিরদৌস।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থায় অন্তর্বর্তীকালীন নির্বাচনের কোনো সম্ভাবনা একেবারেই নেই। সাধারণত যে পরিস্থিতিতে অন্তর্বর্তী নির্বাচন হয়, সে পরিস্থিতি এখনো তৈরি হয়নি।”আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি বড় ভুল করেছে। তার মাসুল এখন জনগণকে দিতে হচ্ছে।সংবিধানে নির্বাচনের অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যাপারে কোনো বাধা-নিষেধ নেই জানিয়ে বিএনপির নেতা মঈন খান বলেন, “বর্তমান সরকার গণপ্রতিনিধিত্ববিহীন। তারা জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এদের ক্ষমতা থেকে সরাতে হবে।”মঈন বলেন, “বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দাবি আদায় না হওয়া পর্যনন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হবে।”একই বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান বলেন, “জনতা অধৈর্য্য হয়ে পড়ছে, সেটা পরিষ্কার। আমরা ডানেও যাচ্ছি না, বাঁয়েও যাচ্ছি না। তাই কালো গর্তের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়াবে।”সাবেক রাষ্ট্রদূত নাসিমা ফিরদৌস বলেন, দুই দল চাইলে তো অন্তর্বর্তী নির্বাচন হতে পারে। অনথ্যায় নির্বাচন হলেও তা অর্থহীন হবে।
বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত  বলেন।