সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৭ জানুয়ারী মিঠাছরা মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :: ‘পরিচ্ছন্ন রাজনীতির অঙ্গিকারে যুবলীগ সদা মানুষের সেবায় থাকবে ’ এমন অঙ্গিকার নিয়ে মীরসরাই উপজেলা যুবলীগের বর্ধিত সভা যুবলীগের উপজেলা শাখার সভাপতি মোস্তফা মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ২৭ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গির ভূঞা। সভায় প্রধান অতিথী জাহাঙ্গির কবির চৌধুরী বলেন প্রিয় নেই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর নির্দেশনা অনুযায়ী আগামী ৭ জানুয়ারী বিকাল ৩টায় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন মীরসরাইয়ের আগামীর অভিবাবক আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। এছাড়া আগামী ৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সফল করার জন্য যুবলীগ সর্বাত্মকভাবে কাজ বলে জানান তিনি। উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে মোশাররফ হোসেন মান্না, নুরুল আবছার সেলিম, মাহফুজুল আলম, মাঈনুল ইসলাম রানা, সোহেল, জাহিদুল ইসলাম সোহাগ, ফরিদুল ইসলাম নয়ন, আবু নোনাম, ইব্রাহিম খলিল, আলতাফ হোসেন, আনোয়ার ইসলাম মোর্শেদ, বিধান কর, আনোয়ার হোসেন, তোফাজ্বল হোসেন, মোঃ মাসুদ, আশরাফুল ইসলাম মিঠু, ওয়ালিউল্লাহ, মফিজুল ইসলাম, আলাউদ্দিন আলো, শামীম, রাসেল প্রমুখ। সভায় আসন্ন উপজেলা যুবলীগের সম্মেলনকে সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান সভাপতি মোস্তফা মানিক।