সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

kadersiddik

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭২ ঘন্টার মধ্যে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে তাঁর প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বিরোধী দলের নেতাদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।কাদের সিদ্দিকী বলেন, সরকার দেশ পরিচালনায় যেমন ব্যর্থ, তেমনি বিরোধী দলও দেশ ও জাতিকে রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি সাধারণ মানুষের জনদুর্ভোগ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করতে ১৮-দলীয় জোটের প্রতি অনুরোধ জানান।চলমান সংকটে রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাষ্ট্রনায়কোচিত ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশ ও জাতিকে রক্ষায় উদ্যোগ নেয়ার অনুরোধ জানান কাদের সিদ্দিকী।‘প্রধানমন্ত্রিত্ব নয়, আমি শান্তি চাই’। ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সূত্র ধরে আমন্ত্রিত অতিথির বক্তব্যে বিকল্প ধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলেন, এটা জাতির জন্য একটি শ্রেষ্ঠ উপহার। তাঁর এই বক্তব্য সত্যি হলে জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।সাবেক প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী মুখে নয়, আন্তরিকভাবে তাঁর এই বক্তব্য বাস্তবায়ন করবেন, পদত্যাগ করবেন। আমরা দেখতে চাই জাতির কল্যাণের জন্য তিনি পদত্যাগ করবেন।সকাল-সন্ধ্যা হরতাল করে রাতে তা শিথিল করার জন্য তিনি বিরোধী জোটকে  অনুরোধ জানান। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি ও জনদুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মন্তব্য করেন এই সাবেক প্রেসিডেন্ট।সংবাদ সম্মেলনে এই দুই নেতা বিরোধীদলীয় নেতাদের গ্রেফতার ও রিমান্ডের নিন্দা করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান তালুকদার, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান প্রমুখ।
উৎস- যুগান্তর

Leave a Reply