শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি

election

দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, যেসব জেলায় নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে না, সেসব জেলায় সাধারণ ছুটি কার্যকর হবে না। নির্বাচন কমিশন (ইসি) জানায়, ৫টি জেলার ভোটাররা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না। সবগুলো আসনের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এসব জেলার সংসদীয় আসনগুলোতে আর ভোটগ্রহণ হচ্ছে না। তাই ৫ জানুয়ারির সাধারণ ছুটিও র্কাযকর হচ্ছে না এ জেলাগুলোয়। ইসি জানায়, নির্বাচনের ভোটগ্রহণের দিন সারাদেশেই সাধারণ ছুটি পালিত হয়ে আসছে। কিন্তু রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও জয়পুরহাট জেলার গুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ৫ জানুয়ারির সাধারণ ছুটি কার্যকর হচ্ছে না এসব জেলায়। তবে, প্রতিবারের মতো নির্বাচনী ভোটগ্রহণ হওয়ায় বাকি ৫৯ জেলায় সাধারণ ছুটি কার্যকর হবে।

Leave a Reply