৩ জানুয়ারি সকাল ৮টা থেকে সব ধরণের নির্বাচনী প্রাচারণা বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।
বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সিইসি এ কথা জানান।জাতির উদ্দেশ্যে প্রধান রাজনৈতিক দলের প্রধানের ভাষণ সম্পর্কে সিইসি বলেন, কমিশনের আইন অনুযায়ী এ ভাষণ দেবেন। এ সময় নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি।
সিইসি বলেন, বৃহস্পতিবার আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছি।