দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার রাতে গণভবনে অনুষ্ঠিত মহাজোটের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রবিবার রাতের বৈঠকে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘লাঠি নিয়ে নয়, নৌকা নিয়ে মিছিল করতে হবে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। ভোটের কথা মাথায় রেখে দলীয় প্রতীক নিয়ে মিছিল করা জরুরি।’
গণভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান হাসানুল হক ইনু প্রমুখ।