তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।এরপর পর্যায়ক্রমে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন, রোববারের মধ্যেই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করার প্রস্তুতি রয়েছে। এরপর প্রধানমন্ত্রী তার উপদেষ্টাদের নিয়োগ দেবেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন ২০০৮ সালের নির্বাচনের পর।