বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৯ ডিসেম্বর উনার পরাজয়ের দিন। ওইদিন উনি কি আন্দোলন করবেন? মানুষ হত্যার দায় উনাকে নিতে হবে।বৃহস্পতিবার দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বালুর মাঠে এক সমাবেশে এ কথা বলেন তিনি।তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে দিনে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, সেই ২৯ ডিসেম্বর খালেদা জিয়া ঢাকায় সমাবেশে ডেকেছেন। যুদ্ধাপরাধীদের ছাড়া নির্বাচনে আসবে না বলেই বিএনপির এই আন্দোলন।যুদ্ধাপরাধীদের দল জামায়াত ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরেই বেগম খালেদা জিয়া নির্বাচনে আসেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার রুখতেই বিএনপি নির্বাচনে আসছে না।ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, দেশে যুদ্ধপারাধীদের বিচার শুরু হয়েছে। এদের বিচার রুখতে চান বলেই বেগম খালেদা জিয়া নির্বাচনে আসছেন না। ধ্বংসযজ্ঞ শুরু করেছেন দেশে। সারা দেশে সন্ত্রাসী কর্মকা- ঘটিয়ে মানুষ হত্যা করছেন।তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে গত ৫ বছরে আমরা যে উন্নয়ন করেছি আওয়ামী লীগ ছাড়া তা কেউ করতে পারেনি। নৌকা মার্কাই পারে দেশের উন্নয়ন করতে।প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন ঘরে বসে চিকিৎসা পায়, বই কিনতে লাগে না। বিনা পয়সায় লেখাপড়া করছে। আমরা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। যাতে মেধাবী ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারে।জনসভায় ভাঙ্গা, সদরপুরসহ আশপাশের এলাকার কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।ভাঙ্গার সমাবেশ শেষে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়ামে আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। পরে তিনি তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জে যাবেন।
২৯ ডিসেম্বর খালেদা জিয়ার পরাজয়ের দিন : প্রধানমন্ত্রী
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163