রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২৯ জানুয়ারি বসছে প্রথম সংসদ অধিবেশন

image_58770
২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার সন্ধ্যায় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৪ সালের ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন। এদিকে সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন জানান, নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছে আগামী বৃহস্পতিবার।
উৎস- যুগান্তর

Leave a Reply