Sunday, January 19Welcome khabarica24 Online

২৪ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

images2_59479
২৪ জানুয়ারি থেকে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরুগাজীপুর : আগামী ২৪ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে শুরু হচ্ছে তাবলীগ জামায়াতের বার্ষিক মহাসমাবেশ ৪৯তম বিশ্ব ইজতেমা।এবারও ইজতেমা ময়দানে স্থান সংকুলানের দিক বিবেচনা করে দু’পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মাঝে চারদিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্র“য়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।
দিন দিন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুরাগ তীরে বিশাল ময়দান জুড়ে স্থান সংস্কুলন না হওয়ায় তিন বছর যাবত দু’পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।শত শত দ্বীনি মুসল্লীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা ময়দানের বিশাল সামিয়ানা টাঙ্গানোসহ যাবতীয় আনুসঙ্গিক কাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই ইজতেমা ময়দানের অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে  গেছে।আয়োজক জানান, ২৪ জানুয়ারির আগেই ইজতেমা ময়দান মুসল্লীদের জন্য প্রস্তুত থাকবে। জেলা ওয়ারী বিভিন্ন খিত্তায় মুসল্লীরা অবস্থান করবেন। এবারের বিশ্ব ইজতেমায় ভারত, পাকিস্তান, মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
উৎস- যুগান্তর

Leave a Reply