শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১ নভেম্বর শুক্রবারের কর্মসূচি প্রত্যাহার করছে না হেফাজতে ইসলাম

hepajoteislam

নিজস্ব প্রতিনিধি

মন্ত্রিসভা থেকে কওমি মাদরাসা বিল প্রত্যাহার করা হলেও কর্মসূচি প্রত্যাহার করছে না হেফাজতে ইসলাম। এ তথ্য জানিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। নিজেদের কর্মসূচি সম্পর্কে আজিজুল হক বলেন, ‘মন্ত্রিসভা থেকে কওমি মাদরাসা বিল প্রত্যাহার করা হলেও আমাদের কর্মসূচি প্র্যত্যাহার হচ্ছে না।’ তবে বিলটি প্রত্যাহার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই হেফাজত নেতা।

গত ২৭ অক্টোবর দুপুরে হাটহাজারী মাদরাসার সামনে একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কওমি মাদরাসা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। এই আইন পাস করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিন দিনের নতুন কর্মসূচি দিয়েছিল সংগঠনটি। তাদের ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে- ১ নভেম্বর শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ২ নভেম্বর শনিবার চট্টগ্রাম হাটহাজারী কলেজ ময়দানে মহাসমাবেশ এবং ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ। এসব কর্মসূচিতে বাধা দেয়া হলে হরতালসহ কঠিন কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেন জুনায়েদ বাবুনগরী।

Leave a Reply