শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১৭ জেলার ৫৪১ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

ind
দশম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১৭ জেলায় ৫৪১ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আগুনে কেন্দ্র পুড়ে যাওয়া ও হামলার ঘটনায় এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে ইসি সূত্র জানায়। সারাদেশ থেকে আসা রোববার দুপুর ২টা পর্যন্ত  যেসব কেন্দ্রের তথ্য জানা গেছে, সেগুলো হলো: ঠাকুরগাঁওয়ে-৭০, দিনাজপুরে-৫২, নীলফামারিতে-৯, লালমনিরহাটে-৩১, রংপুরে-৪৪, গাইবান্ধায়-২০৯,  হবিগঞ্জে-২, ফেনীতে-১, কুমিল্লায়-৬, লক্ষ্মীপুরে-১৩, চট্টগ্রামে-২, বগুড়ায়-৫০, শেরপুরে-১০, যশোরে-১৬, সুনামগঞ্জে-৫ এবং ঝিনাইদহে ৯টি কেন্দ্র ।এ পর্যন্ত সারাদেশে সহিংসতায় মারা গেছেন ১১ জন। অনেক কেন্দ্রে গোলযোগ না হলে ভোট পড়েনি এমন খবরও পাওয়া গেছে। আবার ভোটের দিনও ব্যালট বাক্স, ব্যালট পেপার ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। যে কারনে ভোটগ্রহণ স্থগিত হয়ে গেছে। এরমধ্যে ঠাকুরগাও জেলায় ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। রংপুরের পীরগাছা উপজেলায় দুপুর ১ টা পর্যন্ত ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। আতঙ্ক আর সহিংসতার বয়ে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। যশোরের মনিরামপুরে ৫০টি ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রিজাইডিং অফিসারসহ ৭জন আহত হয়েছে। গাইবান্ধার ৪৮টি কেন্দ্রে বেলা ১২ পর্যন্ত ব্যালট পেপার পৌছায়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।নির্বাচন কমিশন জানিয়েছে, স্থগিত কেন্দ্রগুলোর নির্বাচন ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

Leave a Reply