চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হবে ৩০ জানুয়ারি। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল -১-এর বিচারক এস এম মজিবুর রহমান আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ঘোষণা করেন।এই মামলার আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জমান বাবরসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক দুই প্রধানও।বিচারক আসামিপক্ষের আর কোনো যুক্তি থাকলে তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে লিখিতভাবে জমা দিতে বলেছেন।উল্লেখ্য, কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে অস্ত্র খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিশাল চালান নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।