বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হাসিনার নেতৃত্বে ৪৮ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ

pid0331a_58460
তৃতীয় বারের মতো  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। রোববার সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়ান। বেলা ৩টা ৪০ মিনিটে শেখ হাসিনা দেশের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। এরপর শুরু হয় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। পরে প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রীকে শপথ পড়ানো হয়। ৪৮ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ শেখ রেহানা কুটনৈতিক বৃন্দ উপস্থিত ছিলেন।রোববার মহাজোটের শরিক অন্যতম দল জাতীয় পার্টি থেকে ৪জন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।রোববার বিকেল সাড়ে ৩টায় শপথ নেয়ার জন্য মন্ত্রীরা বঙ্গভবনে হাজির হন।মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া জানান, রোববারই মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করা হবে।উল্লেখ্য, বিএনপিসহ ১৮ দলীয় জোট ছাড়াও বড় দলগুলোর নির্বাচন বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট হয়। যাতে ২৩১টি আসনে জয়ী হয়ে  নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত হন ১৩৯ জন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি। ২৯০ আসনের গেজেট প্রকাশের পর গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন দশম সংসদের সদস্যরা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথের মধ্যে দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হলো।

Leave a Reply