শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সৌদিতে বৈধ হওয়ার মেয়াদ ২ মাস বাড়ল

4

 

সৌদি আরবে অবস্থানরত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ আরো দুই মাস বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ১ মার্চ পর্যন্ত অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পাসপোর্ট দপ্তরের পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের নথিপত্র সংশোধনের কাজ শেষ করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব অভিবাসী বৈধ হওয়ার প্রক্রিয়া আংশিক শেষ করেছে বা মধ্যপথে আটকে গেছে-সৌদি সরকারের এই ঘোষণা তাদের উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে। বিশেষত আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পরও যারা গ্রেফতার, দণ্ড প্রাপ্তি কিংবা স্বদেশে নির্বাসিত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলো তারা সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, যেসব অবৈধ অভিবাসী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হবে, তারা এক লাখ সৌদি রিয়াল অর্থদণ্ডসহ দুই বছর কারাদণ্ড ভোগ করতে পারে।  এর অংশ হিসেবে কয়েক হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
উৎস- যুগান্তর

Leave a Reply