আকাশ দাশ সৈকত ::
চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের ১টি কোরাল মাছ। রোববার দুপুরের মাছটি উপজেলার ভাটিয়ারী বাজারে নিয়ে আসার পর জেলেদের থেকে মাছটি কিনে নেন বাজারের মাছ বিক্রেতা আলী হোসেন। এরপর বিক্রি করার জন্য তিনি ক্রেতাদের কাছে ত্রিশ হাজার টাকা দাম হাঁকছেন।
বিক্রেতা আলী হোসেন বলেন, রোববার দুপুরে দুটি ভেটকি কোরাল নিয়ে এক জেলে ভাটিয়ারী বাজারে বিক্রি করতে আসে। তার মধ্যে বড় কোরালটির ওজন ২৪ কেজি ৫০০ গ্রাম, আর ছোট কোরালটির ওজন ২ কেজি ওজন ৩০০ গ্রাম। দুটি কোরাল আঠারো হাজার টাকা দিয়ে কিনেছি এখন ত্রিশ হাজার টাকায় কেউ কিনলে বিক্রি করে দিবো। এমন দামে কেউ কিনতে না পারলে মাছটি কেটে বিক্রি করবো। যেখানে এক হাজার ৪০০ টাকা করে এক কেজি বিক্রি করতে পারবো”।
এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, এই ধরনের কোরাল সাধারণত একদম উপকূলের কাছে অল্প পানিতে ধরা পড়ে। জেলেদের হয়তোবা কোন চরঘেরা জাল সেটি ধরা পড়তে পারে। অথবা খাল থেকে সেটি ধরেছে জেলেরা। আজ দুপুরে কোরালটির বিষয়ে তিনি খবর পেয়েছেন। সচরাচর এত বড় কোরাল সন্দ্বীপ চ্যানেলে দেখা যায় না বলে জানান তিনি।