Friday, December 13Welcome khabarica24 Online

সীতাকুণ্ডে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত!


আকাশ দাশ সৈকত::
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নে পাক্কার মাথায় অবস্থিত বিএসআরএম কারখানার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী উপজেলার কালুশাহ নগরের বশর খলিফার বাড়ির মুছার পূত্র মোহাম্মদ ইউসুফ (৩৪) এবং অন্যজন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহরে আজিজের পূত্র মহিউদ্দিন রাজু (৩০)।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পাক্কার মাথা এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। ব্যবসায়ী কাজের জন্য মালামাল ক্রয়ের উদ্দেশ্য চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে কালিরহাট অতিক্রম করলে একইমুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ।