শরিফ উদ্দিন শিবলু ঃ দৈনিক জনকন্ঠ মীরসরাই প্রতিনিধি ফখরুল ইসলাম রিয়াজ এর ২য় মৃত্যুবার্ষিকী ও সদ্য প্রয়াত চট্টগ্রাম প্রেসকাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক ও সাপ্তহিক প্রহর সম্পাদক প্রবীণ সাংবাদিক নুরুল ইসলামের স্মরণে ১৫ আগষ্ট বিকাল ৪টায় মীরসরাই সাংবাদিক সমিতি ও স্থানীয় পাকি খবরিকার উদ্যোগে খবরিকার কার্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি নীরদ বরণ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য প্রদান করেন দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আমিনুল হক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মধ্যপ্রাচ্য প্রতিনিধি কামরুল হাসান জনি, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার , দৈনিক কর্ণফুলি প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী , দৈনিক জনতা প্রতিনিধি শরীফ উদ্দিন শিবলু , দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নাসির উদ্দিন , পাকি খবরিকার সহ-সম্পাদক ওমর ফারুক ইমন ও রিপন গোপ পিন্টু, খবরিকা প্রতিনিধি সাইফ উদ্দিন ফরহাদ , ইমাম হোসেন , রাকিব হোসেন প্রমুখ। উক্ত সভায় সাংবাদিক নুরুল ইসলামের চিরবিদায় ও দৈনিক জনকণ্ঠ মীরসরাই প্রতিনিধি ফখরুল ইসলাম রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাদের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর বক্তাগন স্মৃতিচারণ করেন। তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য সাংবাদিক নুরুল ইসলাম (৮৮) গত ১২ই আগস্ট চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফখরুল ইসলাম রিয়াজ (২৫) ২০১২ সালের ১৫ই আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।