Sunday, January 19Welcome khabarica24 Online

সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

image-2_59147
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নির্বাচনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধ পরিকর। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় সহিংসতাকারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না উল্লেখ করে তিনি বলেন, যশোর ১ ও ২ আসনের সংসদ সদস্যরা তাদের শোকজের জবাব দিয়েছেন। আমরা পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের উপস্থিতিতে শুনানি হবে। ৩৯২ কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, অল্প আসন হলেও আমরা অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দিয়েছি। সেনাবাহিনীর সদস্যরা এখন উপজেলা সদরে অবস্থান করছে এবং টহল দিচ্ছে। এ ছাড়া র‌্যাব ও বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। আশাকরি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে।

Leave a Reply