নির্বাচন কালীন সর্বদলীয় সরকারের নতুন ছয়জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রীদের এ শপথ পড়ান। সোমবার বিকেল ৩টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। নতুন ছয়জন মন্ত্রী হলেন- আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। এছাড়া দুই প্রতিমন্ত্রী হলেন, জাতীয় পার্টির এ্যাড: সালমা ইসলাম ও মজিবুল হক চুন্নু। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এছাড়া মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় পার্টির নেতা জিয়া উদ্দিন বাবলূ উপদেষ্টা হচ্ছেন। তবে এখনো পর্যন্ত নতুন মন্ত্রিরা কোন দপ্তর পাচ্ছেন সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রিপরিষদ সচিব। মঙ্গলবার আরো কয়েকজন মন্ত্রীর শপথ নিতে পারেন বলে জানা গেছে। তাছাড়া বর্তমান মন্ত্রীসভার কয়েকজন মন্ত্রী অন্তবর্তী সরকারের মন্ত্রীসভায় থাকছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ, পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদের নাম শোনা যাচ্ছে। মঙ্গলবার নব নিযুক্ত মন্ত্রীদের দফতর বন্টনের সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।