Saturday, December 14Welcome khabarica24 Online

সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা বাড়লো

image_4_

 

 সরকারি চাকরিজীবীদের অবসরকালীন পেনশন সুবিধা  পুন:নির্ধারন করে ১৫ ভাগ বাড়ানো হয়েছে। সেমাবার অর্থমন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।এতে বলা হয়েছে অবসরকালীন সরকারি চাকুরে কিংবা মৃত্যুবরণকারী সরকারি চাকুরের পরিবার বিধি মোতাবেক বাধ্যতামূলক সমর্পিত অর্ধেক (৫০%) গ্রস পেনশন (প্রতি ১ টাকার বিপরীতে) নতুন হারে এই সুবিধা পাবেন। পেশাজীবন ১০ বছরের বেশী কিন্তু ১৫ বছরের নীচে হলে ২৬০ টাকা পাবেন। বর্তমানে যা ২৩০ টাকা। ১৫ বছরের বেশী কিন্তু ২০ বছরের কম হলে ২৪৫ টাকা পাবেন, বর্তমান যার পরিমান ২১৫ টাকা। আর চাকুরী ২০ বছরের বেশী হলে ২৩০ টাকা পাবেন। যা বর্তমানে ২০০ টাকা নির্ধারিত আছে।

Leave a Reply