বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে: মজিনা

image-2_58773
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র হতাশ। এ নির্বাচনে জনগণ মতামত প্রকাশের সুযোগ পায়নি। যুক্তরাষ্ট্র এখনো আশা করে দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই একটি সমঝোতায় আসতে পারবে। আর সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে।

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গুলশানে হোটেল হেরিটেজে সোমবার বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় ৫টায়।

মজিনা বলেন, ‘বিএনপির দায়িত্ব হরতাল-অবরোধ পরিহার করা। সরকারের উচিত গণতান্ত্রিক কর্মসূচি পালনে সুযোগ তৈরি করে দেওয়া। মিছিল, মিটিং, সমাবেশ করতে দেওয়া এবং নেতাকর্মীদের মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ তৈরি করা। নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোট প্রদান করতে পারেনি।’ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা জানান, যেকোনো মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। সংলাপ হচ্ছে সংকট সমাধানের একমাত্র পথ। বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমদ।

Leave a Reply