শর্তসাপেক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামিকাল ১৮ দলীয় জোটকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।ডিএমপির পক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় এ অনুমতি দেওয়ার কথা জানানো হয়।
তবে বিএনপিকে আগামীকাল শুক্রবার সমাবেশ করার অনুমতি দেওয়ার সঙ্গে কিছু শর্তও জুড়ে দেয় ডিএমপি।
এসব শর্তের মধ্যে রয়েছে সমাবেশস্থল ও এর আশপাশে পরিচয়পত্রসহ নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ, সীমিত মাইক ব্যবহার, বিকেল পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করা, আশপাশের রাস্তায় যানবাহন চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা ইত্যাদি।
কর্তৃপক্ষ যেকোনো সময় অনুমতির আদেশ বাতিল করতে পারবে বলেও জানানো হয় ডিএমপির পক্ষে।