নির্বাচনকালীন সংকট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দল ছাড় দিতে রাজি আছে- এমনটা জানিয়েছেন সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি বলেন, রাজনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই রাজনৈতিক সংকট সমাধানে সিদ্ধান্ত নেয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার বিকেলে হোটেল সোনরাগায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে তারানকো জানান, সংকট নিরসনে প্রধান দুই দলের মধ্যে সদিচ্ছা ও সমঝোতার মনোভাব নিয়ে বৈঠক হয়েছে। তারা সংকট নিরসনে ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন কমিশনের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এই বিশেষ দূত। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এই প্রথম বিবৃতির মাধ্যমে তিনি দুই দলের অবস্থান সম্পর্কে জানালেন। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অস্কার ফার্নান্দেজ তারানকো। বিকেলে গুলশানে ইউএনডিপির এক কর্মকর্তার বাসায় অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের এই প্রতিনিধি। মঙ্গলবার তার ফিরে যাওয়ার কথা থাকলেও সফর সূচিতে আরো একদিন বাড়ানো হয়।
মঙ্গলবার বিকেলে হোটেল সোনরাগায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে তারানকো জানান, সংকট নিরসনে প্রধান দুই দলের মধ্যে সদিচ্ছা ও সমঝোতার মনোভাব নিয়ে বৈঠক হয়েছে। তারা সংকট নিরসনে ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন কমিশনের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এই বিশেষ দূত। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এই প্রথম বিবৃতির মাধ্যমে তিনি দুই দলের অবস্থান সম্পর্কে জানালেন। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অস্কার ফার্নান্দেজ তারানকো। বিকেলে গুলশানে ইউএনডিপির এক কর্মকর্তার বাসায় অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের এই প্রতিনিধি। মঙ্গলবার তার ফিরে যাওয়ার কথা থাকলেও সফর সূচিতে আরো একদিন বাড়ানো হয়।