Saturday, December 14Welcome khabarica24 Online

সদিচ্ছা থাকলে সমাধান সম্ভব

tara

সফরের তৃতীয় দিনে গণমাধ্যমের সামনে মুখ খুললেন জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে চলমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। দুপুরে নির্বাচন কমিশনে সংক্ষিপ্ত বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি একথা বলেন। বেলা দুইটা থেকে মাত্র ২০ মিনিট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তারানকো। এর আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।   নির্বাচন কমিশনে তিনি বলেন,আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। যদি দলগুলোর সদিচ্ছা থাকে। এই মুহুর্তে শান্তিপূর্ণ সংলাপ জরুরি। সফরের শেষ দিন সমাধান চেষ্টার অগ্রগতি বিষয়ে গণমাধ্যমকে অবহিত করবেন বলে জানান তিনি।

Leave a Reply