Friday, January 17Welcome khabarica24 Online

সংলাপে সংকট সমাধানের আশ্বাস রাষ্ট্রপতির

Khleda

রাজনৈতিক সংকট নিরসনে সাংবাধানিক এখতিয়ারের আওতায় সম্ভাব্য উদ্যোগ নেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। খালেদা জিয়াসহ ১৮ দলীয় জোট নেতাদের সাথে বৈঠকে রাষ্ট্রপতি এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন।সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই সিদ্ধান্ত হয়, বিএনপি চেয়ারপার্সন যাবেন বঙ্গভবনে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বৈঠকের সময় নির্ধারিত হয়।ছয়টার আগেই ১৮ দলীয় জোটের নেতাদের নিয়ে বঙ্গভবনের ফটকে পৌঁছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ অপেক্ষা, তারপর  বঙ্গভবনে প্রবেশ।রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে বেগম জিয়াকে স্বাগত জানান। রাজনৈতিক পরিস্থিতি এবং সংকট সমাধানে তারা আলোচনা করেন এক ঘন্টারও বেশি সময় ধরে।বাইরে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নিতে অনুরোধ করেছেন তারা।রাষ্ট্রপতির সাথে আলোচনায় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ১৮ দলীয় জোট কোন প্রস্তাব দিয়েছে কি না- সে ব্যাপারে জানাননি কোনো নেতা।

Leave a Reply