বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংখ্যালঘু এলাকায় নিরাপত্তা জোরদারে ইসির নির্দেশ

_...._32191_0
রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
সমকাল প্রতিবেদকসংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।৫ জানুয়ারি নির্বাচনের পর দিনাজপুরে সংখ্যালঘুদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়। ফাইল ছবি। শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। সিইসি বলেন, “সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের সময় সারাদেশের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু অধ্যুষিত ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।”এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যে আটটি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলোর মধ্যে ৬টি জেলা ছাড়া বাকি জেলাগুলোতে সেনাবাহিনী শীতকালীন মহড়ার জন্য অবস্থান করছে। সংশ্লিষ্ট এই জেলাগুলোতে সেনাবাহিনী থাকবে ১৭ তারিখ পর্যন্ত।
তবে এর বাইরে সরকার চাইলে সেনাবাহিনী আরও বেশিসময় অবস্থান করতে পারে বলেও জানান সিইসি।

Leave a Reply