রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেলেন খবরিকা উপদেষ্ঠা আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি ঃ

মীরসরাইয়ে শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেয়েছেন আনোয়ার এগ্রোর স্বত্ত্বাধিকারী ও পাক্ষিক খবরিকার উপদেষ্ঠা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তাঁর হাতে ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব সুফিয়ান বিল্পব প্রমুখ।

আনোয়ার হোসেন দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের মৎস্য জোন হিসেবে খ্যাত মুহুরী প্রজেক্ট এলাকায় বিভিন্ন ধরনের মাছ উৎপাদন করে আসছেন। ইতমধ্যে মৎস্য উপাদনের জন্য তিনি আরো সম্মাননা পেয়েছেন।