সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত

hasina_
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দশম জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত করেছেন দলটির সংসদ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান শেখ হাসিনাই হচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। এদিকে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী আওয়ামী লীগের সংসদীয় দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চিঠি দেয়া হচ্ছে। এর পরই সরকার গঠনের জন্য আওয়ামী লীগকে আনুষ্ঠানিক আহ্বান জানাবেন রাষ্ট্রপতি।প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সংসদ ভবনের জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী জানান, বৈঠকে দলের নবনির্বাচিত ৩১ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচত দলের প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। দশম সংসদের ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফলাফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জাতীয় পার্টি-জেপি এক, তরীকত ফেডারেশন এক, বিএনএফ এক এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে।

Leave a Reply