Saturday, December 14Welcome khabarica24 Online

শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার ক্যবিনেট শ্রেষ্ঠ ও সময়োপযোগী – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

নিজস্ব প্রতিনিধি ঃ

মীরসরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল (শনিবার) বিকাল ৫টায় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার বিজয় ও সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর জন্মদিন উপলক্ষে উক্ত শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনার নির্বাচিত বর্তমান মন্ত্রীসভা একটি সময়োপযোগী যোগ্য ক্যাবিনেট। ইতিমধ্যে আমরা এই দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছি। শীঘ্রই দেশ উন্নত দেশের সমান্তরালে পৌছুবে সেদিন আর দূরে নয়। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ ও সমাজ উপহার দিতে চাই। আর এলাকার যেসব রাস্তাঘাট এখনো খারাপ ও কাঁচা রয়েছে সেগুলোর দ্রুত কাজ করতে চাই। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন এবার আমি গ্রামে গ্রামে যে উঠান বৈঠক করেছি। সেখানে সকল এলাকার সমস্যার চিত্র রয়েছে আমার কাছে। তাই সকল এলাকার বাকী সকল কাজ করতে চাই। তিনি এবার মীরসরাইবাসী নৌকাকে ৮৭ % ভোট দিয়ে যে মূল্যায়ন করেছে তার প্রতিদান দিতে চান ভালবাসা দিয়ে।

মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির এর সঞ্চালনায় উক্ত শোকরানা ও দোয়ার সমাবেখে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, আলহাজ্ব মহিউদ্দিন রাশেদ, খুরশিদ আলম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাটের পৌরমেয়র নিজাম উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, চেয়ারম্যান এমরান উদ্দিন, শেখ সেলিম, ইসমত আরা ফেন্সী, ফারুক ও মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন প্রমুখ।