সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানালেন রাষ্ট্রপতি

abdul+hamid
নতুন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক সম্পর্কে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, তিনি (হাসিনা) রাষ্ট্রপতিকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।এর আগে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবন পৌঁছান এবং সাড়ে ৭টার দিকে বঙ্গভবন থেকে বের হয়ে আসেন। তাঁর সঙ্গে দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্পিকারের কাছে শপথ নেন নতুন সংসদ সদস্যরা। এর পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদে নির্বাচনে জয়ের এক দিন পর গত মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শপথ অনুষ্ঠানে (বাংলাদেশ আওয়ামী লীগ ২২৬, জাতীয় পার্টি ৩১, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ৬ , জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৪, জাতীয় পার্টি (মঞ্জু) ১, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) ১, তরিকত ফেডারেশন ১ এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৮৪ সংসদ-সদস্য শপথ নেন।প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ-সদস্যরা শপথ নেন। পরে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি, রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর নির্বাচিত সংসদ-সদস্যবৃন্দ শপথ নেন। এ ছাড়া জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ), তরিকত ফেডারেশন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদসদস্যরা শপথ নেন।

Leave a Reply