মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত

index753

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানি মুলতুবি করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আবারো শুনানি হবে। শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত ফাঁসির রায় কার্যকর স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বুধবার সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। অপর বিচারপতিরা হলেন-সুরেন্দ্র কুমার সিনহা, আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এক ঘণ্টার বিরতিতে দুপুর একটা পর্যন্ত শুনানি চলার পর তা আগামীকাল পর্যন্ত মুলতুবি করেন আপিল বিভাগ। কাদের মোল্লার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও  আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কখন কীভাবে বাস্তবায়ন হবে- আপিল বিভাগের সিদ্ধান্তের ওপরই তা নির্ভর করছে।   এর আগে মঙ্গলবার রাত ৮টায় আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আদেশে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ সম্মেলন করে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।এদিকে কারা কর্তৃপক্ষের কাছ থেকে পত্র পেয়ে রাত ৮টায় পরিবারের ২৩ সদস্য কাদের মোল্লার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে  কারাগারে যান।  তারা আধা ঘন্টার সাক্ষাৎ শেষে রাত ৮টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন।এরপর শুরু হয় রাত ১২টা ১মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রস্তুতি। কিন্তু রাত সাড়ে ১০টায় কাদের মোল্লার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজের আদেশে প্রথম পর্যায়ে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত রায় কার্যকর স্থগিত করা হয়। সে প্রেক্ষিতে দণ্ড পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে আজ বুধবার শুনানি হয়। তা আজ মুলতবি করে কাল ফের শুনানির দিন ধার্য করা হল।
উৎস- যুগান্তর

Leave a Reply