হরতাল-অবরোধ থাকলেও শুক্রবার থেকে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বর্তমানে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সড়কপথে নিরাপদে যানবাহন চলাচল করার বিষয়ে করণীয় নির্ধারণ’ বিষয়ক একটি বৈঠক শেষে নৌমন্ত্রী বলেন, শুক্রবার থেকে হরতাল অবরোধ সত্ত্বেও সকল ধরণের যান চলাচল স্বাভাবিক থাকবে।বৈঠকে র্যাব-১ এর অধিনায়ক মোল্লা ফখরুল ইসলাম, পুলিশ কর্মকর্তা মিলি বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা সড়ক পরিবহন সমিতি, হালকা যানবাহন শ্রমিক ইউনিয়নসহ পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।নৌমন্ত্রী বলেন, আগামী শুক্রবার থেকে দূরপাল্লার বাসসহ সকল প্রকার যান চলাচল করার সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার যান চালাতে গিয়ে বাস চালক ও সহকারী ক্ষতিগ্রস্ত হলে এবং যানবাহনের ক্ষতি হলে সে অনুসারে ক্ষতিপূরণ দেয়া হবে। ক্ষতিগ্রস্ত যাত্রীরা আবেদন করলে তাদের বিষয়েও একই পদক্ষেপ নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, গাড়িগুলো যেন নিরাপদে চলাচল করতে পারে সেজন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে গত ২৬ নভেম্বর থেকে সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে টানা হরতাল-অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। মন্ত্রী জানান, গত কয়েকদিনের রাজনৈতিক সহিংসতায় ৪৫ থেকে ৪৬ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন চালকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
উৎস- যুগান্তর