Friday, January 17Welcome khabarica24 Online

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

PM-at-Army

 

তৃতীয়বারের মতো সরকার গঠন করে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী তাকে অভ্যর্থনা জানান। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। এসময় তিনি সশস্ত্র বাহিনী বিভাগে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Leave a Reply