বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহজালাল বিমানবন্দর থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

gold

নিজস্ব প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের ১৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের জিজি ০৭৯ এর হংকং ফ্লাইট থেকে বিমানবন্দর কাস্টম ও এয়ারপোর্ট আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) গোপন তথ্যের ভিত্তিতে এ স্বর্ণ উদ্ধার করে।  বিমানটি ল্যান্ড করার পর পরই তারা পুরো বিমান তলস্নাশি চালিয়ে টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি ব্যাগ উদ্ধার করি। ব্যাগের মধ্যে ১৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমের হেফাজতে জমা দেয়া হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে করা সম্ভব হয়নি।

Leave a Reply