সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহজালাল বিমানবন্দরে ৩৭ কেজি সোনা উদ্ধার

gold

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৭ কেজি ওজনের ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ছয়টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৪ নম্বর ফ্লাইট অবতরণ করে। আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল ঐ বিমানে অবৈধ স্বর্ণের চালান আসছে। এর ভিত্তিতে ভোর ছয়টার দিকে বিমানটিতে তল্লাশি করা হয়। এ সময় ফ্লাইটের ৪১ নম্বর সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply