নিজস্ব প্রতিনিধি
শর্ত সাপেক্ষে শুক্রবারের সমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল। শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার এ অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দুপুর বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে ২৫ অক্টোবর দুপুর ২ টায় সমাবেশের লিখিতভাবে অনুমতি চান। বৃহস্পতিবার দুপুরে বিএনপিতে সমাবেশের অনুমতি দিয়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছি। ১৩টি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে মিডিয়াকে জানান, শুক্রবার যে কোন মূল্যে ঢাকায় সমাবেশ করবে বিএনপি।