আগামী শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।১৮ দলীয় জোটের এটি তৃতীয় দফা অবরোধ কর্মসূচি।তবে ঘোষিত তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানা হলে অবরোধের এই কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।