Sunday, January 19Welcome khabarica24 Online

লড়াই করে হারল টাইগাররা

muspik

নিজস্ব প্রতিনিধি
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৫ রানে হারলো স্বাগতিক টাইগার বাহিনী। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৯ রান। ব্যাটিংয়ে ঝড়ো সূচনা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে মিডল অর্ডারের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচের মাঝপথে জয়ের আশা জাগিয়ে তুলে ক্রিকেটপ্রেমীদের মনে। বিশেষ করে মুশফিক-নাসির-রিয়াদ ও নাঈমের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল। এর মধ্যে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি পান অধিনায়কক মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৪ রান করে নিউ জিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান কলিন মুনরো। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্টন ডেভসিচ করেন ৫৯ রান। বাংলাদেশের পক্ষে আল আমীন হোসেন ২টি এবং আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও জিয়াউর রহমান ১টি করে উইকেট নেন।

Leave a Reply